পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দামের কারসাজির অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (১৫ মে) বিএসইসির একটি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, কমিশনের এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্টে উল্লেখ করা হয় যে, পরপর দুই দফায় সোনালী পেপারের শেয়ার নিয়ে সমন্বিত কারসাজি চালানো হয়েছে। এতে জড়িত থাকার দায়ে সাকিব আল হাসানসহ মোট ১৩ জনকে মোট ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বিএসইসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সুশাসন নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে সাকিব আল হাসানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাকিব আল হাসান শুধু ক্রিকেটার নন, একজন উদ্যোক্তা হিসেবেও ব্যবসায়িক বিভিন্ন খাতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শেয়ারবাজারেও তার সক্রিয়তা আগে থেকেই আলোচনায় ছিল। তবে এ ধরনের অভিযোগে তাকে এত বড় অঙ্কের জরিমানা এবারই প্রথম।
এআরই/বাংলাধারা