বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তান সফরে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সফরের বিষয়ে সরকার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি হাতে পায়নি বোর্ড, তবে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার (১৫ মে) ক্রিকবাজ-কে জানান, চূড়ান্ত অনুমোদন পেতে খুব বেশি সময় লাগবে না।
তিনি বলেন, “আমরা সরকারের সবুজ সংকেত পেয়েছি। এখন আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় আছি। অনুমোদনের চিঠি পাওয়ার পরই খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসা হবে।”
সূচি পরিবর্তন করে নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে নতুন সূচি পাঠিয়েছে বিসিবির কাছে। পূর্বঘোষিত ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি হওয়ার কথা থাকলেও, একই সময়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় সূচি পরিবর্তন করা হয়।
নতুন সূচি অনুযায়ী:
প্রথম তিনটি ম্যাচ: ফয়সালাবাদে – ২৭ মে, ২৯ মে ও ১ জুন
শেষ দুটি ম্যাচ: লাহোরে – ৩ জুন ও ৫ জুন
খেলোয়াড়দের মতামতকেই গুরুত্ব দেবে বিসিবি
পাকিস্তান সফর নিয়ে কিছু খেলোয়াড়ের মধ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ রয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিসিবি জানিয়েছে, কাউকে জোর করে পাঠানো হবে না।
বিসিবির ওই শীর্ষ কর্মকর্তা বলেন, “সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে বসব। যদি কেউ নিরাপত্তার কারণে যেতে না চান, আমরা তাকে বাধ্য করব না। খেলোয়াড়দের সিদ্ধান্তকেই আমরা সম্মান জানাব।”
এর আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ
পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। সেখানকার শারজাহতে তারা স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে – যথাক্রমে ১৭ মে ও ১৯ মে।
এই সফরকে সামনে রেখে বিসিবি ও পিসিবি এখন দুই দেশের সরকারের অনুমোদন, নিরাপত্তা নিশ্চয়তা ও খেলোয়াড়দের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ছয় বছর পর আবারও পাকিস্তান সফরে যাবে টাইগাররা।
এআরই/বাংলাধারা