২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম চিড়িয়াখানায় নির্মাণাধীন দেয়াল ধসে আহত ৫ শ্রমিক

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় নির্মাণাধীন দেয়াল ও ফটক ধসে পড়ে আহত হয়েছেন অন্তত পাঁচ নির্মাণশ্রমিক। শুক্রবার (১৬ মে) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, “নির্মাণাধীন দেয়াল ও ফটক হঠাৎ ধসে পড়লে শ্রমিকরা চাপা পড়েন। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন