টাইগাদের টিটোয়েন্টি বিশ্ব কাপ প্রস্তুতি, নতুন ক্যাম্পটেইন লিটন কুমার দাস। সারজায় লাল সবুজের ২ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আরব আমিরাত, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। এই সিরিজ নিয়ে টাইগার সমর্থকদের মধ্যে কাজ করছে অন্যরকম এক রোমান্ঞ্চ৷
লিটনের সাথে নেতৃত্বে থাকবে শেখ মেহেদী। বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছে পাঁচজন টপ-অর্ডার ব্যাটসম্যান , যাদের সবাইকে প্রথম চার পজিশনে জায়গা দিতে হবে। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে তানজিদ হাসান ও সৌম্য সরকারকে। এরপরের ব্যাটিংয়ে আসতে পারেন অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন এখনও প্রস্তুতির ধাপে থাকায় তার জন্য অপেক্ষা করতে হতে পারে।
মিডল ও লোয়ার মিডল অর্ডারে থাকছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলি। তাদের হাই স্ট্রাইক রেট ইনিংসের শেষ দিকে কাজে আসবে বলে মনে করেন নির্বাচকরা। এরপর থাকবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান, যারা ‘হিটার’ হিসেবে কাজ করবেন।
বোলিংয়েও আছে অন্যরকম বৈচিত্র্য। মোস্তাফিজুর রহমান থাকছেন অভিজ্ঞতম বোলার হিসেবে। রয়েছেন তানজিম হাসান সাকিব, নাহিদ রানার মতো তরুণ বোলার। হাসান মাহমুদ ও শরিফুল ইসলামও আছেন। স্পিন আক্রমণে রিশাদ ও মেহেদীর সঙ্গে রিজার্ভ হিসেবে থাকছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।
টি-টোয়েন্টি ফরম্যাটে আরব আমিরাত একেবার হেলাফেলার দল নয়। তাইতো উত্তেজনার পাশাপাশি কাজ করছে শঙ্কাও৷ বাকিটুকু বলে দেবে মাঠের পারফরম্যান্সই।
এআরই/বাংলাধারা