২৩ অক্টোবর ২০২৫

আ. লীগের যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবেন: আমির খসরু

আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির কর্মসূচিতে বাধা দেননি, এমন ব্যক্তি এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিরা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউরীতে বিএনপির বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়া গর্বের বিষয়। আমরা এখন সদস্য সংগ্রহের সুযোগ পেয়েছি, এটি কাজে লাগাতে হবে। প্রতিটি ইউনিটকে এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে এবং সেটি প্রচার করতে হবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।”

তিনি আরও বলেন, “সদস্য সংগ্রহের সময় সতর্ক থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ কিংবা সামাজিকভাবে অগ্রহণযোগ্য কাউকে দলে নেওয়া যাবে না। আওয়ামী লীগের কারো জন্য দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এমন পরিস্থিতি এড়াতে হবে। তবে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিন্তু বিএনপির বিরুদ্ধে কাজ করেননি—বরং ভেতরে ভেতরে সহায়তা করেছেন—তাদের দলে নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই। তবে কাউকে গোপনে সদস্য করা যাবে না, প্রকাশ্যে যোগ দিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ প্রমুখ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন