বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয় চার সদস্যের একটি বিশেষ তদন্ত দল।
এর আগে গত ১৫ এপ্রিল বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুদক। সেই অভিযানের এক মাসের মাথায় এবার বিসিবির নতুন গঠনতন্ত্র, তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইপর্ব এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ তদন্তে মাঠে নামে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইপর্বে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। এছাড়া বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কার্যক্রম পরিচালনায় অসঙ্গতির বিষয়েও তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, “বিসিবির সব কার্যক্রম সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার পরই আর্থিক অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি।”
এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুদকের ধারাবাহিক তদন্তে বোঝা যাচ্ছে, দেশের ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা নিয়ে উঠছে নতুন প্রশ্ন।
এআরই/বাংলাধারা