চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজের বাংলাদেশ জাতীয় পর্ব। শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা ভিত্তিক এই প্রতিযোগিতার জাতীয় পর্ব।
প্রতিযোগিতায় অংশ নেয় দেশের শীর্ষ ৪৫টি বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দল। এবারের হাল্ট প্রাইজের প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল প্রায় ৩,৫০০টি দল, যেখান থেকে বাছাই করা হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগীদের। চূড়ান্ত পর্বে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখান থেকে একটি দল নির্বাচিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং লড়বে এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
জুরি হিসেবে উপস্থিত ছিলেন দেশের কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা, যারা প্রতিযোগীদের উদ্যোগ মূল্যায়ন করেছেন উদ্ভাবনী চিন্তাভাবনা, সামাজিক প্রভাব এবং ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তিতে।
আয়োজকরা জানান, এই আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে সামাজিক সমস্যার টেকসই ও লাভজনক সমাধান খোঁজার প্রয়াস চালাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
এআরই/পিএন/বাংলাধারা