চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সংগঠন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন জানান, “ফাতেমা খানম লিজার কর্মকাণ্ড জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম। এর কোনো সদস্যের এমন অসামাজিক ও দায়িত্বহীন আচরণ আন্দোলনের নীতি ও ভাবমূর্তি পরিপন্থী।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “জনগণের ন্যায্য অধিকার ও মর্যাদার পক্ষে সোচ্চার একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে একজন নেতার ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলা ও দায়বদ্ধতা থাকা আবশ্যক। এই নীতিগত অবস্থান থেকেই ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
ফাতেমা খানম লিজা চট্টগ্রাম মহানগরের একজন পরিচিত ছাত্রনেত্রী ছিলেন। বৈষম্য, নিপীড়ন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সরব ভূমিকা ছিল তার। তবে সাম্প্রতিক বিতর্ক তার রাজনৈতিক ও সামাজিক অবস্থানে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এআরই/বাংলাধারা