২৩ অক্টোবর ২০২৫

পিসিআইইউতে সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই ‘পিজা’র যাত্রা, নির্বাচন ২৮ জুন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ) বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত হলো ‘পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)’। দীর্ঘদিনের প্রত্যাশার পর ১৭ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সাধারণ সভার প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিজা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পার্থ প্রতীম নন্দী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সরওয়ার কামাল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিআইইউর ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স ও ল-এর ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওবায়দুর রহমান, বিভাগীয় চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার এবং প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।

আলোচনায় বক্তারা একটি অ্যালামনাই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “পিজা” শুধু সামাজিক সংযোগই বৃদ্ধি করবে না, বরং পিসিআইইউ’র সম্মান ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বক্তারা সাবেক শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাধারণ সভার দ্বিতীয় পর্বে গঠনতন্ত্র অনুমোদন এবং কার্যনির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে নির্বাচন কমিশন গঠন করে আগামি ২৮ জুন (শনিবার) সংগঠনটির প্রথম কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস, মিলন ও স্মৃতিচারণার প্রাণবন্ত পরিবেশ। আয়োজকরা জানান, পিজা ভবিষ্যতে শিক্ষা, পেশা এবং সমাজ উন্নয়নের নানা কার্যক্রমে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন