২৩ অক্টোবর ২০২৫

আনোয়ারায় মোটরসাইকেল চুরি, মহেশখালী থেকে উদ্ধার ও যুবক গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. নাঈম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গত ২৮ এপ্রিল আনোয়ারা উপজেলার শোলকাটা হাসপাতাল মোড় এলাকার আবু জাফর মঞ্জিলের গেটের তালা কেটে স্থানীয় মো. রুবেল (৩৮)-এর মোটরসাইকেলটি চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। মুখে উড়না পরা অবস্থায় চোররা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ওই ঘটনায় আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে (বুধবার) বিকেলে মহেশখালীর কালামারছড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, নাঈম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর পূর্ব ছনুয়াপাড়া এলাকার মৃত নুরুচ্ছফার পুত্র।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “চুরির ঘটনার পরপরই আমরা অনুসন্ধানে নামে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ এক অভিযুক্তকে গ্রেফতার করেছি। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন