২৩ অক্টোবর ২০২৫

একসঙ্গে ১৪ নার্স অন্তঃসত্ত্বা: উইসকনসিনের হাসপাতালে বিরল দৃশ্য

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। গ্রিন বে শহরের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স একই সময়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু তাই নয়, তাদের সন্তান জন্মদানের সময়ও প্রায় কাছাকাছি।হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই খবর, যা দ্রুতই স্থানীয় থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৩ মে) ইউএসএ টুডে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শিশুদের উন্নত চিকিৎসার জন্য খ্যাত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে প্রতিদিনই অসংখ্য প্রসূতি ভর্তি হন। তাদের চিকিৎসা ও নবজাতকের পরিচর্যার দায়িত্বে থাকেন এই নার্সরাই। এবার সেই নার্সরাই একসঙ্গে মাতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন।

হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এই ঘটনাকে অভূতপূর্ব উল্লেখ করে বলেন, “এ যেন জীবনের এক পূর্ণচক্র। অনেকে জীবনে প্রথমবার মা হতে যাচ্ছেন। তাদের এই অভিজ্ঞতায় আমরা সকলেই আনন্দিত।”

তিনি আরও জানান, “নার্সদের মধ্যে সম্পর্ক বরাবরই অত্যন্ত আন্তরিক ও ঘনিষ্ঠ। তাই একই সঙ্গে মাতৃত্বের যাত্রায় তাদের একে অন্যের পাশে থাকা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা হবে।”

এই ঘটনা শুধু হাসপাতালটির জন্য নয়, বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করেছে।

এক কর্মস্থলে এত সংখ্যক নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়া অত্যন্ত বিরল, যা এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: ইউএসএ টুডে

আরও পড়ুন