২৩ অক্টোবর ২০২৫

সাম্যের হত্যার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। “সাম্য হত্যার বিচার চাই”, “বিচারের নামে টালবাহানা বন্ধ কর”, “দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। 

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাকসু কলার ঝুপড়ি ও প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা ছাত্র রাজনীতির জন্য কলঙ্কজনক ঘটনা। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন,“শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় প্রশাসনকে দায় নিতে হবে। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে।”

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছে, তা চরম অমানবিক। এ হত্যাকাণ্ডে প্রশাসনের নীরব ভূমিকা উদ্বেগজনক। চারদিন পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি নেই। প্রশাসনের এই ব্যর্থতার জন্য আমরা ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।”

তিনি আরও বলেন, “সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

ছাত্রদলের এই বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন