বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে চট্টগ্রাম অঞ্চল থেকে সহ-সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গাওহার সিরাজ জামিল। একইসঙ্গে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আহাম্মেদ নুর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খাঁন, মোহাম্মদ সেলিম, আব্দুল বারেক এবং মোঃ ইয়াছিন।
গত ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন ‘প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স’ প্যানেল পূর্ণ প্যানেল জয়লাভ করে। এরপর ১৫ মে অনুষ্ঠিত অফিস বেয়ারার নির্বাচনে মোহাম্মদ হাতেম সভাপতি এবং ফজলে শামীম এহসান নির্বাহী সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। চট্টগ্রাম অঞ্চল থেকে গাওহার সিরাজ জামিল পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এই অঞ্চলের উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এটি ছিল বিকেএমইএ-র গত এক দশকে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও শান্তিপূর্ণ নির্বাচন। ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের তিনটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়, যেখানে চট্টগ্রাম অঞ্চলে ৭৬ জন ভোটার অংশগ্রহণ করেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দেশের নিটওয়্যার খাতের টেকসই উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল থেকে শক্তিশালী প্রতিনিধিত্বের মাধ্যমে এ অঞ্চলের শিল্পকারখানা ও উদ্যোক্তারা আরও কার্যকরভাবে বিকেএমইএর সেবা ও নীতিনির্ধারণে অংশগ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।