তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ঝলক দেখানো উদ্বোধন, এরপর তাওহীদ হৃদয়ের বিস্ফোরক ইনিংস—সব মিলিয়ে ২০৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ হাসি হেসেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, তাণ্ডব চালিয়ে ২ উইকেটের রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা এনেছে তারা।
আজ দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের পাহাড় গড়ে টাইগাররা। তানজিদ-লিটনের ৯০ রানের জুটির ওপর ভর করে রানের বন্যা বইয়ে দেয় বাংলাদেশ। ২৫ বলে ফিফটি ছোঁয়া তানজিদ ৩৩ বলে করেন ৫৯ রান, লিটন খেলেন ৩২ বলে ৪০ রানের ধীরগতির ইনিংস। হৃদয় ঝড় তোলেন ৪৫ রানে, শেষদিকে জাকের আলির ৬ বলে ১৮ রানের ক্যামিওও ছিল চোখধাঁধানো।
কিন্তু জয়ের জন্য মরিয়া আমিরাতের শুরুটা ছিল চোখ কপালে তোলার মতো। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও জোহাইব গড়েন ১০৭ রানের বিধ্বংসী জুটি। ৩৮ রানে জোহাইব ফেরার পরও থামেননি ওয়াসিম। খেলেন ৪২ বলে ৮২ রানের অসাধারণ ইনিংস।
শরিফুল ইসলাম ওয়াসিমকে ফেরালে জয়ের পথ কিছুটা কঠিন হয়ে পড়ে স্বাগতিকদের জন্য। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। কিন্তু শেষ চমক রেখে দেন হায়দার আলি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান, নায়ক হয়ে আবির্ভূত হন তিনিই। ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করে ইতিহাস গড়েন হায়দার।
শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এই জয়ে ১-১ সমতায় শেষ হয় সিরিজ, আর বাংলাদেশের জন্য থেকে যায় হতাশার গন্ধ।
এআরই/বাংলাধারা