২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এ রিটটি দাখিল করেন যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন রিটকারীর জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

রিটে বলা হয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার যে প্রক্রিয়া চলছে, তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে রিটে এ দাবিও জানানো হয়েছে যে, যে কোনো অপারেটরকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে পিপিপি আইনের অধীন ন্যায্য ও স্বচ্ছ নিলাম প্রক্রিয়া অনুসরণে কেন নির্দেশনা দেওয়া হবে না, সে সম্পর্কেও রুল জারি করতে আদালতকে অনুরোধ করা হয়েছে।

এ রিটে নৌপরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির (পিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে শুনানি আগামী ২৫ মে (রবিবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন