২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জানে আলম সভাপতি, মাহফুজ শুভ্র সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)–এর ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র একাত্তর টেলিভিশনদৈনিক খবরের কাগজ–এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার, ২২ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আটটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ জন প্রার্থী।

এবারের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিভয়েস প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটগ্রহণ ও গণনা শেষে বাকি পদের ফলাফল:

সহ-সভাপতি: মো. সুমন ইসলাম (ডেইলি ক্যাম্পাস), দপ্তর ও প্রচার সম্পাদক: সোহেল রানা (দ্য ডেইলি সান), অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মদ মুনতাজ আলী (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: মো. জাহিদুল হক (দৈনিক কালবেলা), নির্বাহী সদস্য: মো. আতিকুর রহমান (ঢাকা পোস্ট)।

নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। সহকারী কমিশনার ছিলেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ এবং সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকতার মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন