২৪ অক্টোবর ২০২৫

দেশসেরা চা-পাতা চয়নকারী নির্বাচিত হলেন নেপচুনের জেসমিন আক্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাটে অবস্থিত এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা-বাগানের শ্রমিক জেসমিন আক্তার টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা চা-পাতা চয়নকারী হিসেবে জাতীয় স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি, এ নিয়ে টানা তিনবার ‘শ্রেষ্ঠ চা-বাগান’ পুরস্কার অর্জন করেছে নেপচুন চা-বাগান।

৫৮ বছর বয়সী জেসমিন আক্তার গত এক বছরে সংগ্রহ করেছেন ৩৪ হাজার ৯৩৭ কেজি চা-পাতা—যা তাকে দেশের ৬৮টি চা-বাগানের অসংখ্য শ্রমিকের মধ্যে সেরা হিসেবে নির্বাচিত করেছে। এর আগের বছর তিনি তুলেছিলেন ২৫ হাজার ২১৭ কেজি পাতা।

২০২৫ সালের ২১ মে, ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের আয়োজনে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মোট ১০টি ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়।

জেসমিন আক্তার বলেন, “আমার পুরো পরিবার এই চা-বাগানের সঙ্গে জড়িত। দ্বিতীয়বার পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে।”

প্রায় ৪২ বছর ধরে নেপচুন চা-বাগানে কাজ করছেন জেসমিন, যিনি মাত্র ১৬ বছর বয়সে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

গত ৮ মে ফটিকছড়ির হালদাভ্যালি চা-বাগানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় আধা ঘণ্টায় তিনি উত্তোলন করেন ১৩.২৫ কেজি চা-পাতা। আগের বছরে একই সময়ে তুলেছিলেন ২৪ কেজি।

নেপচুন চা-বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন বলেন, “জেসমিন আক্তারের এই অর্জন আমাদের পুরো বাগানের জন্য গর্বের বিষয়। ১৬৮টি বাগানের হাজারো শ্রমিকের মধ্যে থেকে তাঁর এই নির্বাচন প্রমাণ করে—মেহনতি মানুষই দেশের গর্ব।”

এমন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ শ্রমিকদের স্বীকৃতি দিতে পারায় খুশি সংশ্লিষ্ট চা বোর্ড ও প্রশাসন।

এআরই/এফকে/বাংলাধারা

আরও পড়ুন