২৪ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে মাইক্রোবাস উল্টে বিলে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে গিয়ে বিলে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে মো. জামাল উদ্দিন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ মে) ভোররাত ৪টার দিকে, ফটিকছড়ি-রামগড় সড়কের পাইন্দং এলাকার পেলাগাজী দিঘী মন্দিরের সামনে।

নিহত জামাল উদ্দিন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গাবরুল এলাকার বাসিন্দা এবং তবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি বারৈয়ারহাট হয়ে মাইজভান্ডার দরবার শরীফে যাওয়ার পথে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পাশের একটি বিলে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর আহম্মেদ বলেন, “সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন