২৩ অক্টোবর ২০২৫

ফটিকছড়িতে হেলে পড়া ভবনের ৭ম তলা ভাঙছে প্রশাসন

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় হেলে পড়া ভবনের নকশা বহির্ভূত ৭ম তলা অবশেষে ভাঙতে হচ্ছে ভবন মালিককে। পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মিত এ তলা ভবনের ভারসাম্যহীন অবস্থার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে অবস্থিত জনৈক আব্দুল খালেকের মালিকানাধীন সাততলা ভবনটি সম্প্রতি হেলে পড়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। গত মঙ্গলবার বিকেলে ভবনটি পরিদর্শনে যান পৌর প্রশাসক, প্রকৌশলী এবং প্রশাসনের একটি যৌথ দল।

এরপর থেকেই ভবনের মালিক ৭ম তলা রক্ষার চেষ্টা করলেও প্রশাসনের অবস্থান ছিল কঠোর। স্থানীয়দের অভিযোগ, হেলে পড়া ভবনটি এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং বাসিন্দারা সরিয়ে না নেওয়ায় জীবনের ঝুঁকি বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “ভবনের বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন পরিদর্শন শেষে শনিবার রিপোর্ট দেবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ভবনটির অনুমোদন রয়েছে ছয়তলা পর্যন্ত। কিন্তু মালিক নিয়ম ভেঙে সপ্তম তলা নির্মাণ করেছেন, যা নকশাবহির্ভূত এবং ঝুঁকিপূর্ণ। তাই এটি অবশ্যই ভেঙে ফেলতে হবে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এআরই/এফকে/বাংলাধারা

আরও পড়ুন