চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল (সাবেক সিবিএ)।
শনিবার (২৪ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর ভবনের মূল গেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সম্পাদক মোজাহের হোসেন শওকত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, “এনসিটি একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। এটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটি একটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়।”
তিনি অভিযোগ করেন, “বন্দর শ্রমিকদের যৌক্তিক দাবিতে আন্দোলন করায় সাবেক সিবিএ নেতা মো. হুমায়ুন কবীরসহ অনেক নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার না হলে কোনো অস্থিরতার দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে।”
ডলার সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাবে, যা দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে।”
তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি যেন কোনো দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ না দেওয়া হয়—সেই আহ্বান জানাচ্ছি। যেন কোনো প্রভাব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ভুল সিদ্ধান্ত না নেওয়া হয়।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবীর, ডকবন্দর অঞ্চলের শ্রমিক নেতা ও ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন, মার্চেন্ট শ্রমিক দলের সহ-সভাপতি মো. হোসাইন এবং যুগ্ম সম্পাদক ইয়াছিন রেজা রাজু।
এআরই/বাংলাধারা