২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ভূমিদস্যুদের কবল থেকে মুক্তি চায় ব্যবসায়ীরা, সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ

চট্টগ্রাম নগরীর বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টারের দোকান মালিকরা ভূমিদস্যুদের দৌরাত্ম্য থেকে রেহাই পেতে শনিবার এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা দাবি করেন—দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে জায়গা দখল করে দোকান নির্মাণ ও বিক্রির মাধ্যমে কোটি টাকার বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে হাউজি রফিক, শাহনেওয়াজ ও এসি শাহ আলম নামে পরিচিত শাহ আলম বসুধার অফিস ও পার্কিং জোরপূর্বক দখল করে সেখানে ৮৪টি অবৈধ দোকান নির্মাণ করেন। এসব দোকান একেকটি ৩০ থেকে ৪০ লাখ টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ উঠে।

অবৈধ নির্মাণের বিরুদ্ধে দোকান মালিক সমিতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-তে অভিযোগ দায়ের করলে সিডিএ কর্তৃপক্ষ তদন্তে সত্যতা পায় এবং ৭ দিনের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেয়। তবে রহস্যজনক কারণে সেই নির্দেশ বাস্তবায়ন হয়নি বলে দাবি করা হয়।

সংগঠনের সভাপতি রনজিত সরকার লিখিত বক্তব্যে জানান, অভিযুক্ত চক্রটি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের স্থগিতাদেশ নিলেও পরে ‘দি রেলওয়ে মেন্স স্টোরস লিমিটেড’ আপিল করলে আদালত সিডিএ অনুমোদিত নকশা অনুযায়ী স্থাপনা নির্মাণের পক্ষে রায় দেন। ফলে দখলদার চক্রের রীট খারিজ হয়ে যায়। তবুও প্রকৃত দোকান মালিকরা তাদের বরাদ্দপ্রাপ্ত দোকান বুঝে পাননি।

তিনি আরও অভিযোগ করেন, দখলদার চক্র এখন পঞ্চম তলায় থাকা ১২৮টি বৈধ দোকান ভেঙে ফ্ল্যাট নির্মাণ ও বিক্রি শুরু করেছে। এমনকি কোতোয়ালী থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগও গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জাফরুল আলম, সহ-সভাপতি এসএম ইব্রাহিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল, অর্থ সম্পাদক মনব্রত বণিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইফ/বাংলাধারা

আরও পড়ুন