২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে

বাংলায় আইইএলটিএস আয়োজিত ‘মাল্টি ডেসটিনেশন এডুকেশন রোডম্যাপ ২০২৫’

একই ছাদের নিচে বিদেশে উচ্চশিক্ষার সেবা প্রদান করার অঙ্গীকার নিয়ে বাংলায় আইইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টার (Banglay IELTS & Immigration Center) চট্টগ্রাম শাখা আয়োজন করেছিলো বিগেষ্ট মাল্টি ডেসটিনেশন এডুকেশন রোডম্যাপ ২০২৫ (Biggest MultiDetination Education Roadmap 2025). চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় আয়োজিত এই এক্সপো তে বাংলায় আইইএলটিএস (Banglay IELTS) চট্রগ্রাম ব্রাঞ্চ এর সার্ভিস ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও রাশেদ হোসাইন।

বিআইআইসি এক্সপার্ট কাউন্সিলর ও ১০০+ ইউনিভার্সিটি ডেলিগেটস দের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেয়া হয়।

এসময় রাশেদ হোসাইন বলেন, আমরা এদেশের তরুণদের জন্য পড়াশোনার নতুন দিগন্ত উন্মোচন করতে এই এক্সপো আয়োজন করেছি৷ অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা মনে করি তরুনরা সঠিক দিক নির্দেশনা পেয়ে সামনে এগিয়ে যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা IELTS ভর্তি সংক্রান্ত তথ্যের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিস্তারিত পরামর্শ গ্রহণ করেন।

এক্সপোটি চলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এই এক্সপো চলাকালীন সময়ে রাশেদ হোসাইন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেশন পরিচালনা করেন, যেখানে আইইএলটিএস প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষার রোডম্যাপ নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পরামর্শ দেন।

এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা BIIC Chattogram Branch এর সব অফলাইন কোর্সে ২৫% ডিসকাউন্ট পান এবং IELTS রেজিস্ট্রেশন ফিতে ১০০% ক্যাশব্যাক অফার উপভোগ করেন যা এক্সক্লুসিভভাবে এই ইভেন্টের জন্যই প্রদান করা হয়।

উপস্থিত শিক্ষার্থীরা দাবি করে বলেন, এই ধরনের এক্সপো বাংলায় আইইএলটিএস কে চট্টগ্রামের তরুনদের মাঝে জনপ্রিয় করে তুলেছে এবং বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

আরও পড়ুন