বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক বিবেচনায় তার ওপর দায়িত্বও অর্পণ করা হয়েছে, ফলে তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনায় অংশ নিতে পারবেন।
শনিবার (২৪ মে) কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৭ মে এক আদেশে ফাতেমা খানম লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। তাই শহীদদের ত্যাগে গঠিত সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
সংগঠন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে লিজা তার আচরণ সংশোধনের অঙ্গীকার করেছেন এবং সাংগঠনিক কাজে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার আবেদন বিবেচনায় নিয়ে পুনরায় তাকে দলে অন্তর্ভুক্ত করেন।
এএস/বাংলাধারা













