নারী অনুর্ধ ১৮ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচেখুলনা বিভাগীয় স্টেডিয়ামে ঢাকাকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম বিভাগীয় নারী দল। ফলে টানা তিন জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিয়েই সেমিফাইনালে ওঠলো মেহেরুন্নেসা জয়ার দল।
রোববার(২৫মে) দুপুরে বৃষ্টি বিঘ্নিত টি-টুয়েন্টি ম্যাচটি ওভার কেটে ১৬তে নির্ধারণ করা হয়েছিলো। টসে জিতে তাই কিছুটা আদ্র উইকেটের সুযোগ নিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া। ফলাফলও হলো তাই। ঢাকা বিভাগ নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৬ রান করতে সমর্থ হয়। ঢাকার আলমারিন(১৮) ও রোকেয়া(১০) ছাড়া কেউই দু’অংকের কোটা পূরণ করতে পারেনি। চট্টগ্রামের বা হাতি স্পিনার জয়া ৪ ওভার বল করে ১ টি মেডেনসহ মাত্র ৯ রানে নেন ৩ উইকেট। মিশু ও শারমিন নেন ২ টি করে।
জবাবে লেকি চাকমার ২৯ বলে অপরাজিত ২৭ রানে ভর করে চট্টগ্রাম ইনিংসের ৪ ওভার ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। তবে তাদের খোয়াতে হয়েছে ৫ উইকেট। খেলায় অনবদ্য বোলিংয়ের জন্য চট্টগ্রামের ক্যাপ্টেন জয়া প্লেয়ার অব দ্যা ম্যাচ বিবেচিত হন।
মঙ্গলবার সেমফিাইনালে চট্টগ্রাম বিভাগ খেলবে খুলনার বিপক্ষে।
এআরই/বাংলাধারা