চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে (জেলগেট) একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (২৬ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, গত বছরের আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে একদিনের জন্য কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে গত ১৮ মে, আইনজীবী আলিফ হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে দু’দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের এক বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পর, ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
তদন্ত চলাকালে ২৫ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের পর তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। জামিন না পাওয়ায় তার অনুসারীরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভে জড়ান এবং সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।
গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে জামিন দিলেও আপিল বিভাগের স্থগিতাদেশে তার মুক্তি আটকে যায়। পরে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এআরই/বাংলাধারা