২৩ অক্টোবর ২০২৫

চবি ইতিহাস বিভাগে প্রথম স্থান ছাত্রশিবির নেতা সাঈদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব এবার স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছেন। রোববার (২৫ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাঁর চতুর্থবর্ষীয় গড় সিজিপিএ ৩.৬৮। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বিভিন্ন বর্ষে তার ফলাফল ছিল যথাক্রমে -প্রথম বর্ষে ৩.৭৯, দ্বিতীয় বর্ষে ৩.৫০, তৃতীয় ও চতুর্থ বর্ষে ৩.৬৯।

নিজের অনুভূতি জানাতে গিয়ে সাঈদ বলেন, “এই অর্জন একা আমার নয়। আল্লাহর রহমত, বাবা-মায়ের দোয়া, শিক্ষকদের সহায়তা আর কাছের মানুষের ভালোবাসাই আমাকে এগিয়ে দিয়েছে। সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ জনগণের প্রতিও। সাঈদের ভাষায়, “এই বিশ্ববিদ্যালয়ে আমি নামমাত্র খরচে পড়েছি, যা মূলত জনগণের করের টাকায় চলে। তাই আমি মনে করি, দেশের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতে যেন দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রার্থনাই করছি।”

সাঈদের দাবি, তার একাডেমিক অর্জনে ছাত্রশিবিরেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “ভাইয়েরা সবসময় পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন, দায়িত্ব পালনের সময় একাডেমিক প্রয়োজন বুঝে সহযোগিতা করেছেন,” বলেন তিনি।

সৎ ও নীতিবান থেকে দেশের সেবা করার প্রত্যাশা রেখে সাঈদ বিন হাবিব ভবিষ্যতের পথচলায় সকলের দোয়া কামনা করেছেন।

এআরই/পিএন/বাংলাধারা

আরও পড়ুন