২৩ অক্টোবর ২০২৫

সন্দ্বীপে রিফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সন্দ্বীপে রাজনৈতিক লড়াইয়ের বলি হওয়া মো. রিফাতুর রহমান হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেল ৫টায় মগধরা ইউনিয়নের ষোলশহর বাজারে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন।

মানববন্ধনে অংশ নেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী, তরুণ সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে তারা রিফাত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি তোলেন।

হত্যার শিকার রিফাতের পিতা জামশেদ  বলেন, “আমার ছেলেকে যেভাবে বাড়ির কাছ থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের ফাঁসি চাই”

মানববন্ধনে উপস্থিত ছিলেন  স্থানীয় সমাজকর্মী , শিক্ষক , ব্যবসায়ীসহ স্থানীয় সহস্রাধিক এলাকাবাসী।  এ সময়  বক্তারা বলেন, “আমরা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব নয়, বরং নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি চাই।”

উল্লেখ্য, গেলো ১৯ মে রাজনৈতিক বিরোধের  জেরে রিফাতকে অপহরণ করে নির্যাতনের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ২০ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে সন্দ্বীপ থানায় বিএনপি নেতাসহ ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন