২৩ অক্টোবর ২০২৫

জামায়াত ক্ষমতায় আসুক চান না অভিনেত্রী বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন শুধু পর্দায় নয়, রাজপথেও নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বারবার। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন, এমনকি রাজপথেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সবসময় সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলে এসেছেন তিনি।

বছর দুই আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত আলোচিত ওয়েব সিনেমা ‘খুফিয়া’, যেখানে বাঁধনের সঙ্গে অভিনয় করেন খ্যাতিমান বলিউড অভিনেত্রী টাবু। মুক্তির পরপরই সিনেমাটি দর্শকপ্রিয়তার শীর্ষে চলে যায়। তবে সিনেমাটিতে সমকামী চরিত্রে অভিনয় এবং টাবুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে উপস্থিতির কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল বাঁধনকে।

সেই সমালোচনা এবং সিনেমাটিতে যুক্ত হওয়ার পেছনের গল্প এবার নিজেই প্রকাশ করলেন বাঁধন। সোমবার (২৬ মে) নিজের ফেসবুক পেজে ‘আমার আর বিশাল ভরদ্বাজের মধ্যে কথোপকথন’ শিরোনামের একটি পোস্টে তিনি জানান, কীভাবে ‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

পোস্টে বাঁধন লেখেন, শুটিং শুরুর আগে বিশাল ভরদ্বাজ তাকে জিজ্ঞেস করেছিলেন, “যখন অনেকেই সিনেমাটি করতে রাজি হচ্ছিল না, তখন আপনি কেন রাজি হলেন?”

বাঁধনের জবাব ছিল—“স্যার, টাবুকে চুমু দেওয়ার সুযোগ কে হাতছাড়া করে? তবে আসল কথা হলো, আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ মিস করতে চাইনি। আমি একজন অভিনেত্রী, আমার কোনো ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত নয়। চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে।”

পরিচালক তখন আরেকটি প্রশ্ন করেন: “তোমার দেশের অনেক অভিনেত্রী এই সিনেমায় কাজ করতে চায়নি। কেউ কেউ ‘জামাত’ শব্দটি বাদ দিতে বলেছে, আবার কেউ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?”

এই প্রশ্নের উত্তরে বাঁধন বলেন: “স্যার, আমি সমকামীদের প্রতি বিদ্বেষী নই। আমি বিশ্বাস করি, প্রত্যেকের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। আর আমি আমার দেশকে ভালোবাসি। আমি কখনোই চাই না জামায়াত বা কোনো উগ্রপন্থী দল ক্ষমতায় আসুক।”

বাঁধনের এমন সাহসী ও স্পষ্ট বক্তব্যে মুগ্ধ হন বিশাল ভরদ্বাজ। হেসে তিনি বলেন, “‘খুফিয়া’ ছবির জন্য আমি সঠিক মানুষকেই নির্বাচন করেছি। আমি গর্বিত, আমরা একসঙ্গে কাজ করছি।”

আজমেরী হক বাঁধন বরাবরই অভিনয়ে সাহসী এবং সামাজিক-রাজনৈতিক বিষয়ে স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত। ‘খুফিয়া’ সিনেমা ও তার মন্তব্য নতুন করে সেই অবস্থানকেই তুলে ধরল।

আরও পড়ুন