২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে কোরবানির ১২ গরু লুট, ভাটিয়ারি থেকে উদ্ধার, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোরবানির জন্য আনা ১২টি গরু পিকআপভ্যান থেকে লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভাটিয়ারি এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে এবং এ ঘটনায় একজনকে আটক করে।

সোমবার (২৬ মে) রাত ১২ টার দিকে ভাটিয়ারি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি তেলের ডিপো থেকে লুট হওয়া গরুগুলো ও ট্রাক উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান।

প্রসঙ্গত : গত ২৪ মে (শনিবার) দিবাগত রাতে ব্যবসায়ী মাহফুজ চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে ১২টি কোরবানির গরু নিয়ে যাচ্ছিলেন।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার নামক এলাকা অতিক্রম কালে ডাকাতরা পিকআপ ভ্যানটি গতিরোধ করে ১২ কোরবানির গরু লুট করে নিয়ে অন্যত্র চলে যায়।

এরপর ব্যবসায়ী মাহফুজ রবিবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গরুগুলো উদ্ধারে জোর চেষ্টা চালান।

এরপর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের একটি তেলের ডিপোতে অভিযান পরিচালনা করে ১২ গরুসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান।

তিনি আরো বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন