সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে যে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সেখানে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী বুধবার (২৮ মে) হবে ১৪৪৬ হিজরির জিলহজ্ব মাসের প্রথম দিন।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ্বের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। সে অনুযায়ী আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবারের ঈদুল আজহা উদযাপিত হবে।
এছাড়াও, ৫ জুন (বৃহস্পতিবার) হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের দিন পালিত হবে।