ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর প্রকাশ করেছেন, তিনি লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া নিজের পোস্টে তিনি এই দুঃসংবাদ জানিয়ে বলেন, কিছুদিন ধরে পেটের উপরের অংশে ব্যথার কারণে হাসপাতালে গেলে লিভারে টেনিস বলের মতো একটি ক্যানসারাস টিউমার পাওয়া যায়।
দীপিকা লিখেছেন, “আমি ইতিবাচক মনোভাব নিয়ে এই লড়াইয়ের মুখোমুখি হবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমার পরিবার আমার পাশে রয়েছে, আর আপনাদের ভালোবাসা আমাদের এই যাত্রাকে সহজ করে দেবে। দয়া করে আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।”
দীপিকা কক্কর সাসুরাল সিমর কা ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে খ্যাতি অর্জন করেন। তার স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্প্রতি স্বাস্থ্য নিয়ে একটি দীর্ঘ আলোচনা করেছেন ইউটিউব চ্যানেলে। তারা জানান, দীপিকার এক প্ল্যান করা অস্ত্রোপচার স্থগিত রাখা হয়েছে, কারণ জ্বর পুরোপুরি কমেনি।
অভিনয়ের পাশাপাশি তিনি ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হয়েছেন। দীপিকা কক্করের দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত ও সহকর্মীরা।
এআরই/বাংলাধারা