চট্টগ্রামের মিরসরাইয়ের মাদবারহাট ইসলামিয়া সিনিয়র ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হালিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত রবিবার (২৫ মে) মুহাম্মদ মিরাজ হোসাইনের পক্ষে আইনি নোটিশ পাঠান চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবি এডভোকেট তৌহিদুল ইসলাম।
আইনি নোটিশে বলা হয়েছে, মাদরাসার অধ্যক্ষের পদে আসীন হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করা সত্ত্বেও বছরের বিভিন্ন সময় ও হজকালীন সময়ে তথ্য গোপন করে হজ কাফেলা নিয়ে ছুটি ভোগ করে ২ মাসের বেশী সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া বিদেশ গমন ও অবস্থান করে থাকেন।
নোটিশে আরাও বলা হয়, মাদরাসার ১২০০ জনের অধিক শিক্ষার্থীর স্বার্থ বিসর্জন দিয়ে হজ কাফেলার জন্য হাজি সংগ্রহে নিজেকে সর্বদা ব্যস্ত রাখেন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষকে হজ কাফেলার অফিসে পরিণত করেন। এমন কার্যকলাপে মাদরাসার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে উল্লেখ করা হয়।
হজের মতো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে ম্যানেজিং কমিটি ও স্থানীয় প্রশাসনকে ম্যাকানিজম করে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। চলমান পাবলিক পরীক্ষা ও মাদরাসার অর্ধ-বাষিকী পরীক্ষার মধ্যেও এ বছর হজ কাফেলা নিয়ে সৌদি আরবে গমন পরিলক্ষিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।