চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কলিম উদ্দিন (৩৫) নামে এক যুবদল কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৯টার দিকে উপজেলার ছোট দারোগারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আরও দুই যুবদল কর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকানে বসা অবস্থায় যুবদলের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হলেও কিছু সময় পর উত্তেজনা আবার বেড়ে যায়। দ্বিতীয় দফায় সংঘর্ষে একপর্যায়ে কলিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত কলিম উদ্দিন দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। এর আগেও দলীয় কোন্দলে তিনি আহত হয়েছিলেন। দুই মাস আগে টেরিআইল এলাকায় দলীয় সংঘর্ষে তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, “দুই পক্ষের বিরোধে একজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। নেতৃত্বের দ্বন্দ্ব ও কোন্দলের জেরেই এ প্রাণঘাতী ঘটনা ঘটেছে।
এআরই/বাংলাধারা