২৪ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ইশরাকের গাড়িবহরে হামলা সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াসের ৩ দিনের রিমান্ড

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক ফারজানা ইয়াছমিন পুলিশের ৭ দিনের রিমান্ড চাওয়ার পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামির জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে মিরসরাই থানায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলায় গিয়াস উদ্দিনসহ কয়েকজনকে আসামি করা হয়।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, হামলার পরিকল্পনা, ইন্ধন ও বাস্তবায়নের পেছনে গিয়াস উদ্দিনের ভূমিকা রয়েছে কিনা, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন