নারী অনূর্ধ্ব–১৮ জাতীয় টি–টোয়েন্টি ক্রিকেটে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো চট্টগ্রাম বিভাগ শেষ পর্যন্ত যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটি মাঠে গড়াতে না পারায় বাইল’জ অনুযায়ী চ্যাম্পিয়ন ট্রফি ভাগ করে নিতে হয় রাজশাহী বিভাগের সঙ্গে।
গ্রুপ পর্বে ঢাকা, বরিশাল ও ময়মনসিংহকে সহজেই হারায় চট্টগ্রাম। এরপর সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক খুলনাকে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় তারা। ফাইনালে অপরাজিত দল হিসেবে ফেবারিট ছিল চট্টগ্রামই। কিন্তু ম্যাচ না হওয়ায় যৌথভাবে শিরোপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল বিতরণ করেন। একইসঙ্গে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড় হিসেবে খুলনার সাদিয়া ইসলাম এবং সর্বাধিক উইকেট শিকারী রাজশাহীর জেরিন লাবণ্যকে পুরস্কৃত করা হয় ট্রফি ও নগদ অর্থ দিয়ে।
চট্টগ্রামের টিম ম্যানেজার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শাহনেওয়াজ রিটন বলেন, “নারী ক্রিকেটে এই প্রথম কোনো শিরোপা পেলো চট্টগ্রাম বিভাগ। কোচ মোমিনুল ও শামীম এবং অধিনায়ক জয়ার নেতৃত্বে মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। যৌথ হলেও এই শিরোপা আমাদের জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “এই অর্জন চট্টগ্রামের নারী ক্রিকেটের জন্য নতুন দিগন্ত খুলে দেবে এবং নতুন প্রজন্মের মেয়েদের জন্য এটি হবে বড় অনুপ্রেরণা।”
এআরই/বাংলাধারা