বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও রদবদল হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্টে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে বুলবুলকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদের কোটা অনুযায়ী বিসিবির পরিচালনা পর্ষদে দুইজন পরিচালক মনোনীত হওয়ার সুযোগ রয়েছে। এই ধারায়, বৃহস্পতিবার (২৯ মে) এনএসসি আগের মনোনীত পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তার জায়গায় শুক্রবার (৩০ মে) আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়। এনএসসি মনোনীত অন্য পরিচালক হিসেবে এখন আছেন নাজমুল আবেদীন ফাহিম।
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবির সভাপতি হয়েছিলেন। তবে এবার আরেকটি আগস্ট আসার আগেই বোর্ডে আবার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
বিসিবির পরিচালনা পর্ষদের ৮ জন পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন। এর প্রেক্ষিতে এনএসসি তার কাউন্সিলর পদ প্রত্যাহার করে নেয় এবং সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। বিসিবি শুক্রবার এই মনোনয়ন অনুমোদন করেছে।
এদিন বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সভাতেই বোর্ড সভাপতির পদেও পরিবর্তন আনা হতে পারে। সেই অনুযায়ী, আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন।
এআরই/বাংলাধারা