২৩ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে বিপুল পরিমাণ গাঁজা-ফেনসিডিলসহ মাইক্রোবাস জব্দ, চালক উধাও

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে পুলিশ ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। মাদক বহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করা হয়। রবিবার (০১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নোহা মাইক্রোটি রেখে চালক পালিয়ে যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকগুলো সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন