২৪ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরায় বহাল রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত ছিল অবৈধ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। তবে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিষয়ে কোনো আদেশ দেননি আদালত; এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।

উল্লেখ্য, এক রিট আবেদনের নিষ্পত্তিতে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন