চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তাহের।
রবিবার (১ জুন) চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই মনোনয়নের কথা জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে আবু তাহেরকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
চরপাথরঘাটা ইউপিতে বর্তমানে চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। স্থানীয় সরকার আইন অনুযায়ী, নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান ইউনিয়নের সকল প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘আমরা জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বার্থে আমাদের দায়িত্ব পালন করতে হবে। চরপাথরঘাটা ইউনিয়নের সব ওয়ার্ডের লোকজন শান্তিপ্রিয় ও সহানুভূতিশীল। আমি সবার সহযোগিতা চাই।’