২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কেএনএফের পোশাক জব্দ, গার্মেন্টস মালিক মতিউর পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরীতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য প্রস্তুত করা পোশাক উদ্ধার হওয়ার ঘটনায় একটি গার্মেন্টস কারখানার মালিক মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিউর রহমান পাহাড়তলী থানার ডিটি রোডে অবস্থিত ‘নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ নামক কারখানার মালিক। পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ মে রাতে পাহাড়তলী এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, এসব পোশাক কেএনএফ-এর ইউনিফর্ম এবং এগুলো ৫০ লাখ টাকার চুক্তিতে এক ব্যক্তি, যার নাম মহালাসিন মারমা, তৈরি করিয়েছেন।

এছাড়াও, ২৬ মে অক্সিজেন নয়ারহাট এলাকার আরেকটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস থেকে আরও ২০ হাজার ৩০০টি সন্দেহজনক পোশাক জব্দ করে পুলিশ। শেষোক্ত ঘটনায় আনুমানিক দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরি করা হয়েছিল বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এই মামলায় সংশ্লিষ্ট কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই ইউনিফর্মগুলো পার্বত্য অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী কেএনএফ-এর জন্য তৈরি করা হচ্ছিল, যাদের সঙ্গে মিয়ানমারের আরাকান আর্মির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন