২০২৫-২৬ অর্থবছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ২ হাজার ৯৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২৯ কোটি ৫ লাখ টাকা। আগের অর্থবছরে ইসির জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৪১ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ এবার প্রায় তিনগুণ বাজেট বরাদ্দ করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। জাতীয় সংসদ না থাকায় এ বাজেট বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচার করা হয়।
এই বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম একইভাবে বাজেট ঘোষণা করেছিলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ১২.৭ শতাংশ। এর মধ্যে পরিচালন ও অন্যান্য খাতে ব্যয় হবে পাঁচ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় হবে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
এআরই/বাংলাধারা