২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাওয়ার্ডে বর্ষসেরা প্রতিবেদক হলেন যারা

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে ‘সিইউজেএ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪’-এর মাধ্যমে অনুসন্ধানী ও ফিচার রিপোর্টিং ক্যাটাগরিতে বর্ষসেরা প্রতিবেদনের পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সভাকক্ষে চবিসাসের ২৫তম কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুসন্ধানী প্রতিবেদনে বর্ষসেরা হয়েছেন দৈনিক পূর্বকোণের চবি প্রতিনিধি আহমেদ জুনায়েদ। দ্বিতীয় হয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি আতিকুর রহমান।

ফিচার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. মাসুদ।

অনুষ্ঠানে নবীন বরণ, প্রবীণদের বিদায় সংবর্ধনা ও দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে কমিটির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মাদ আজহার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, হালদা নদী গবেষক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হক এবং ছাত্র উপদেষ্টা ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, দায়িত্বশীলতা এবং ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন। উপাচার্য বলেন, “সাংবাদিকরা আমাদের ছাত্র। তাঁরা সচেতন ও সঠিক নিউজ করতে সচেষ্ট থাকেন। নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক বিষয়গুলো আরও বেশি তুলে ধরার আহ্বান জানাই।”

অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবে চবিসাসের ভূমিকা ছিল অগ্রগণ্য। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সবসময় তৎপর ও দায়িত্বশীল। প্রশাসনের পাশে থেকে যৌক্তিকভাবে সমালোচনা করলেই পরিবর্তন সম্ভব।”

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ