২৪ অক্টোবর ২০২৫

সিআরবি থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকিবুল ইসলাম সাকিব (২৬)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) এ আর এম মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তার সাকিবুল ইসলাম নগরের চকবাজার থানার হিরোমনি এলাকার বাসিন্দা মফিজুর রহমানের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ধর্ষণ মামলায় আদালত সাকিবুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ জুন) সন্ধ্যায় র‍্যাব জানতে পারে, সাকিব কোতোয়ালী থানার সিআরবি এলাকায় অবস্থান করছেন। পরে রাত ৭টা ৫০ মিনিটে র‍্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটকের পর আইনি প্রক্রিয়া অনুযায়ী সাকিবুলকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন