চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রধান অন্তরায় খাল ও নালার স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে নগরের পাঁচলাইশ ওয়ার্ডের হাজীপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র জানান, অনেক জায়গায় নালার উচ্চতা এখন রাস্তাসমান, ফলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে কিছু এলাকায় নালা ১-২ ফুট উঁচু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “হাজীপাড়া, চালিতাতলী ও ওয়াজেদিয়া এলাকার খাল-নালায় পানি নিষ্কাশনে বাধা তৈরি হয়েছে। এমনকি আশেকানে আউলিয়া মাদ্রাসা সংলগ্ন নিচু এলাকা থেকেও পানি পার্শ্ববর্তী খালে পড়তে পারছে না।”
সমস্যার টেকসই সমাধানে মেয়র জানান, আগামী বুধবার চসিক কার্যালয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, সিটি করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগ এবং স্থানীয়দের সমন্বয়ে সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মেয়র বলেন, “নিচু এলাকার খালগুলোর মাঝে ড্রেনেজ সংযোগ স্থাপন করা গেলে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে। আমাদের মূল লক্ষ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া।”
তিনি আরও জানান, নগরের খাল সংস্কার ও পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে তিনি রাজনৈতিক দল ও এলাকাবাসীকে খাল ও নালায় ময়লা না ফেলার আহ্বান জানান।
ডা. শাহাদাত আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহর রহমতে এ বছর জলাবদ্ধতা ৫০-৬০ শতাংশ কমেছে।”
পরিদর্শন শেষে মেয়র হাজীপাড়ায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চসিক পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, এবং বিএনপি ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা।
এআরই/বাংলাধারা













