২৪ অক্টোবর ২০২৫

পাঁচলাইশে গার্মেন্টস কারখানার কাপড় চুরি: জড়িত কর্মকর্তাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি পোশাক কারখানার গোডাউন থেকে চুরি হওয়া প্রায় ২৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ১২৩ রোল নীট কাপড় উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারখানার কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১ জুন) দিবাগত রাত থেকে সোমবার (২ জুন) দুপুর পর্যন্ত নগরের বায়েজিদ, পাঁচলাইশ এবং ঢাকার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এসব কাপড় ও পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলার মো. মহিউদ্দিন রাকিব (২৬), তজিমুদ্দিন,পাঁচলাইশের মো. বিল্লাল হোসেন (৩৪), পিলখানা, বাকলিয়ার মো. হাসান (৩২), বউবাজার,  মুরাদনগরের মো. মোরশেদ আলম (২৬), চালিয়াকান্দি, নেত্রকোনার আবু রায়হান (৩৯), খামার হাটি।

পুলিশ জানায়, ২৯ মে বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে পাঁচলাইশের শাহ-নুর মার্কেটের ‘পূর্ণা ফ্যাশন লিমিটেড’ কারখানার গোডাউন থেকে এসব কাপড় চুরি হয়। এই চুরির সঙ্গে কারখানার কাটিং ম্যানেজার নুর নবী, স্টোর ম্যানেজার সাইমুম ইসলাম এবং সহকারী স্টোর কিপার মহিউদ্দিন রাকিব সরাসরি জড়িত ছিলেন। তারা পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে এবং দুটি দফায় কাপড় বায়েজিদ ও নারায়ণগঞ্জে পাচার করে।

তদন্তের শুরুতে আতুরার ডিপো এলাকা থেকে প্রধান অভিযুক্ত মহিউদ্দিন রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিলখানা এলাকা থেকে বিল্লাল হোসেন এবং বাংলাবাজার থেকে হাসানকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়। পরে বিডি জুট ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টস গোডাউন থেকে মোরশেদ আলম ও আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।

তাদের তথ্য অনুযায়ী, বায়েজিদ এলাকা থেকে ৬৪ রোল এবং নারায়ণগঞ্জের ‘মোহাম্মদ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৫৯ রোল নীট কাপড় উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় থানায় চুরি ও সহযোগিতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন