২৪ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগ নেতার স্ত্রীকে জবাই করে হত্যাচেষ্টা সন্দ্বীপে

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

আহত নারীর নাম শিউলি আক্তার শিল্পী। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের স্ত্রী।

বুধবার ভোর সাড়ে চারটার দিকে রহমতপুর ইউনিয়নে নিজ বাড়িয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আক্রমনের শিকার হন শিল্পী।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শিল্পী ফজরের নামাজের জন্য অজু করতে ঘর থেকে বের হয়েছিলেন। তার ঘরের কিছু দূরেই কলঘর। সেখান থেকে অজু করে ফেরার পথে কয়েকজন মিলে তার গলায় চুরি চালিয়ে তাকে সেখানে ফেলে চলে যায়। এসময় তার চিৎকার চেচামেচি শুনে তার দেবরের স্ত্রী ও ছেলে বের হয়ে আসে। তিনি তাদের বলছিলেন চার-পাঁচজন মিলে তাকে জবাই করে দিয়ে গেছে। এর পরেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। সাড়ে ৫ টার দিকে তাকে সন্দ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।’

শিল্পীর স্বামী মশিউর রহমান বেলাল জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে সন্দ্বীপের অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মত তিনিও বাড়ি ছাড়া। সকাল ৭ টার দিকে বলেন, ‘শিল্পীকে চট্টগ্রাম আনা হয়েছে। এখনো তার জ্ঞান আছে। কারা কেন এই হামলা করেছে বুঝতে পারছি না। বাড়ি ঢুকে স্ত্রীর উপর হামলা করার মত শত্রুতা কারও সঙ্গে ছিল না আমার।’

আরও পড়ুন