২৩ অক্টোবর ২০২৫

কোরবানির হাটে হারিয়ে গিয়ে কান্না করছিলেন মেহজাবীন

ইতোমধ্যেই কোরবানির ঈদ সামনে রেখে পশু কেনায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। এক হাট থেকে আরেক হাটে ছুটছেন অনেকে, কেউ কেউ আবার কেবল পশু দেখতে ভিড় করছেন। সাধারণ মানুষের মতো শোবিজ তারকারাও কোরবানির হাটে যাওয়ার জন্য ঈদের অপেক্ষায় থাকেন।

সম্প্রতি গণমাধ্যমে শৈশবের কোরবানির ঈদ ঘিরে একটি মজার স্মৃতি শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জানিয়েছেন, কীভাবে একবার গরুর হাটে গিয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি।

মেহজাবীন বলেন, “ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি আমার খুব ভালো লাগে। ছোটবেলায় কোরবানি উপলক্ষে গরু-ছাগল বাসায় আসার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত।”

তিনি আরও বলেন, “বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতাম। একবার চাচাতো ভাইদের কাছে হাটে যাওয়ার আবদার করেছিলাম, কিন্তু তারা রাজি হয়নি। তখন লুকিয়ে তাদের পিছু নিই। কিন্তু হাটে গিয়ে ভিড়ে ভাইদের হারিয়ে ফেলি। হাটে বসে কেঁদেই ফেলেছিলাম। পরে অবশ্য ভাইদের খুঁজে পাই।”

এই স্মৃতিগুলো এখনো তাকে আনন্দ দেয়। মেহজাবীন বলেন, “এখন এসব স্মৃতি মনে পড়লে একা একাই হাসি। তবে সেই দিনের আনন্দ এখন আর পাই না।”

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। ৯০ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এতে আরও রয়েছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন