২৩ অক্টোবর ২০২৫

আজ পবিত্র হজের দিন, আরাফায় হাজিদের উপস্থিতিতে মুখর ‘লাব্বাইক’ ধ্বনি

আজ বৃহস্পতিবার, ৮ জিলহজ — পবিত্র হজের দিন। সকাল থেকেই মক্কার আরাফার বিশাল প্রান্তর মুখর হয়ে উঠেছে লাখো মুসলমানের কণ্ঠে উচ্চারিত তালবিয়ার মধুর ধ্বনিতে:“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”
বিশ্বের নানা প্রান্ত থেকে আগত প্রায় ২৫ লাখ মুসলমান হাজির হয়েছেন আরাফার ময়দানে। আল্লাহর নৈকট্য লাভ, পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনায় তাঁরা আজ সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন সেখানে।

এই বছরে বাংলাদেশ থেকে হজে অংশ নিচ্ছেন ৮৭ হাজারেরও বেশি হজযাত্রী। হাজিদের মধ্যে অনেকে ইতোমধ্যে মিনায় রাত যাপন করেছেন এবং আজ ভোরে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন।

আজ জোহরের নামাজের আগে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করবেন সৌদি সিনিয়র ওলামা পরিষদের সদস্য এবং মসজিদুল হারামের খতিব ড. শায়খ সালেহ বিন হুমায়েদ। খুতবাটি বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে। বাংলায় অনুবাদ করবেন ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব — যারা সকলেই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটির শিক্ষার্থী।

হজের পরবর্তী কার্যক্রম

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে রাতে অবস্থান ও মাগরিব-এশা নামাজ একত্রে আদায় করবেন। ১০ জিলহজ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি, চুল কাটা এবং তাওয়াফে জিয়ারত সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজেও মিনায় অবস্থান করে প্রতিদিন তিনটি জামারায় (শয়তান) পাথর নিক্ষেপের কার্যক্রম চালাবেন হাজিরা। এরপর মক্কায় ফিরে বিদায়ি তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজব্রত।

সৌদি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা

চলতি বছরে অনুমতিপত্র ছাড়া হজ পালনের চেষ্টা করায় ২ লাখ ৬৯ হাজার মুসল্লিকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি প্রশাসন। পাশাপাশি প্রচণ্ড গরম—৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজিদের।

বাংলাদেশি প্রতিনিধিদলের মনিটরিং

বাংলাদেশি হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে মিনায় অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। আজ আরাফার ময়দানে হজের খতিব ড. সালেহ বিন হুমায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন উপদেষ্টা।

আরও পড়ুন