২৩ অক্টোবর ২০২৫

মিরসরাইয়ে ট্রাকচাপায় সহকারী চালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় আরিফ হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন নাহার এগ্রো গ্রুপের মালামাল বহনকারী একটি ট্রাকের সহকারী চালক (হেলপার) ছিলেন। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে মালামাল সরবরাহ শেষে আরিফ হোসেন রাতে ফ্যাক্টরি এলাকায় পৌঁছান। গাড়ি থেকে নেমে রাস্তার ওপারে হোটেলে খাবার খেতে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন