ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে আবারও শুরু হয়েছে স্ক্রিনিং ও স্বাস্থ্য নজরদারির কার্যক্রম।
বিমানবন্দর সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, আন্তর্জাতিক আগমন ফ্লাইটের যাত্রীদের জন্য ইমিগ্রেশন প্রবেশপথে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের মেডিকেল টিম ‘নন টাচ’ পদ্ধতিতে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছে।
এছাড়াও, বিমানবন্দরের স্পর্শকাতর এলাকাগুলোতে মাস্ক ব্যবহারে জোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও গ্লোভস মজুদ রাখা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
এআরই/বাংলাধারা